গানের শিরোনামঃ তিন পুরুষ

ব্যান্ড/একক/মিক্সডঃ সলো

শিল্পীঃ আইয়ুব বাচ্চু (রবিন)

অ্যালবামঃ পিয়ানো

গীতিকারঃ প্রিন্স মাহমুদ

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
আর এক পুরুষ এসে দেখে, খাওয়ার কিছু নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
আর এক পুরুষ এসে দেখে, খাওয়ার কিছু নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই,
বাবা-মা’র পরে আমি আমার পরে নাই,
দুনিয়াতে এসে দেখি ধনসম্পত্তি নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই,
বাবা-মা’র পরে আমি আমার পরে নাই,
দুনিয়াতে এসে দেখি ধনসম্পত্তি নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

এই দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না,
তিন পুরুষের এক পুরুষের কথা ভুলে না,
শেষ পুরুষের ভাগে তবু ভিটামাটি নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

এই দুনিয়ার কোনোকিছুই সঙ্গে যাবে না,
তিন পুরুষের এক পুরুষের কথা ভুলে না,
শেষ পুরুষের ভাগে তবু ভিটামাটি নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
আর এক পুরুষ এসে দেখে, খাওয়ার কিছু নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,
আর এক পুরুষ এসে দেখে, খাওয়ার কিছু নাই।
আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole