গানের শিরোনামঃ দেবদাস

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ পিয়ানো

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

আরো গভীরে যদি যেতে আমার প্রতি ভাবনায়।
আবেগী খেলা খেলেছে কে?
জীবন নিয়ে আমার।
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়।
উপহাস করনা নিয়ে হৃদয়।

দেবদাস বলনা আমায়।
দেবদাস বলনা আমায়।

তানপুরা টা বাজেনা সুরে,
এ জীবন সে তো ছিঁড়ে যাওয়া তার।
নিঃস্ব করে আজ যে বহু দুরে,
হতে চাইনা তার করুনা।

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়,
উপহাস করনা নিয়ে হৃদয়।
দেবদাস বলনা আমায়।
দেবদাস বলনা আমায়।

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর,
জীবন আমার সেই ভাঙা পিয়ানো।
বিষাদের স্বরলিপি যা।

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়,
উপহাস করনা নিয়ে হৃদয়।
দেবদাস বলনা আমায়।
দেবদাস বলনা আমায়।
দেবদাস বলনা আমায়।
দেবদাস বলনা আমায়।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Md Tanvir Hasan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole