গানের শিরোনামঃ সমাধি

ব্যান্ড/একক/মিক্সডঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

ঐ ওপারের ডাক এসে গেছে,
শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে।
তুমি আসনি অভিমানী এই মনে,
অভিমান ভেঙে কোনো খোঁজ নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

অস্তাচলে সূর্য ডুবে গেলে,
ফিরিয়ে তাকে কি আনা যায়?
ব্যথার দীর্নতা তোমায় ভাবাবে,
বোঝবে একজন ছিলো, ভালোবাসতো তোমায়।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

লোনা জ্বলে প্রানহীন অপ্সরী,
হয়তো দুচোখ তোমার জ্বলে ভিজে উঠবে।
তখন আমি অনেক অনেক দুরে,
পৃথিবীকে তোমার অসহনীয় মনে হবে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

ঐ ওপারের ডাক এসে গেছে,
শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে।
তুমি আসনি অভিমানী এই মনে,
অভিমান ভেঙে কোনো খুঁজ নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Md Tanvir Hasan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও