গানের শিরোনামঃ ও দুনিয়া

ব্যান্ড/একক/মিক্সডঃ সলো

শিল্পীঃ আইয়ুব বাচ্চু (রবিন)

অ্যালবামঃ পিয়ানো

গীতিকারঃ প্রিন্স মাহমুদ

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।
বৌ, ছেলে, ভাই-বোন হিসেব করতে বসবে, রাইখা গেলা কি সম্পদ?
আন্ধার ঐ কবরে, যাইতে হবে রে, দুদিন আগে আর পরে।
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো।
কি পুন্য আনসো সাথে? কি আনো নাই?

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

কারে তুমি কষ্ট দিসো?
কারে দিস গাল?
কার ধন কইরা চুরি? হইসো লালে লাল।
কারে তুমি কষ্ট দিসো?
কারে দিস গাল?
কার ধন কইরা চুরি? হইসো লালে লাল।

চোখ বুইজা করস সবই, তার কাসে তোলা ছবি।
বিচারে কোন ক্ষমা নাই, ভাবের মন উদয় হইব।
তখনি সব ই মনে পরব, ঈমানের কথা শোন নাই।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

মায়ে তোমার কাইন্দা কইবো, বাজান আমার নাই।
মাটির পৃথিবী তুমি, ছাইড়া গেসো ভাই।
মায়ে তোমার কাইন্দা কইবো,বাজান আমার নাই।
মাটির পৃথিবী তুমি, ছাইড়া গেসো ভাই।

বাপ ভাইয়ে কাঁধে নিবো, ঠিকানার দিকে লইয়া যাইবো।
সাদা কাফন বড়ই আপন অন্তিমও সময়।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।

আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।
বৌ, ছেলে, ভাই -বোন হিসেব করতে বসবে, রাইখা গেলা কি সম্পদ?
আন্ধার ঐ কবরে, যাইতে হবে রে,
দুদিন আগে আর পরে।
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো।
কি পুন্য আনসো সাথে? কি আনো নাই?

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই,পুন্যের ভাগ বেশী হওয়া চাই।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও