গানের কথা
গানের শিরোনামঃ তাজমহল
ব্যান্ড/একক/মিক্সডঃ সলো
শিল্পীঃ আইয়ুব বাচ্চু (রবিন)
অ্যালবামঃ পিয়ানো
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
সুরকারঃ প্রিন্স মাহমুদ
সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ২০০০
খুব বেশি জানতে ইচ্ছে করে, আমি চলে গেলে কি নিয়ে তুমি থাকবে?
বড় বেশি জানতে ইচ্ছে করে, ভুলে যাবে নাকি আমায় মনে রাখবে?
বৃষ্টি ভেজা কোনো দুপুরে, ভেবে কি তুমি কাঁদবেনা?
জোছনা ধোয়া কোনো রাতে, বিষণ্ণ কি হবেনা?
তুমি তাজমহল গড়ো, হৃদয়ে তোমার কখনো হারালে।
চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আরালে।
তুমি তাজমহল গড়ো, হৃদয়ে তোমার কখনো হারালে।
চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আরালে।
তোমার সে তাজমহলে, স্মৃতি করে রেখো আমায় কাছাকাছি।
হয়তো এ দেহ থাকবেনা, ভেবো তোমার নিঃশ্বাসে বেঁচে আছি,
আমার স্পর্শকে তুমি অনুভব করবেনা? তুমি তাজমহল গড়ো, হৃদয়ে তোমার কখনো হারালে,
চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আরালে।
তোমার বিষণ্ণ দুপুরে, নরম রোঁদ হয়ে রবো আকাশে,
তোমার জোছনা ধোয়া রাতে, হৃদয়েরই ছোঁয়া পাবে নিঃশ্বাসে,
আমার স্পর্শ কে তুমি অনুভব করবেনা? তুমি তাজমহল গড়ো, হৃদয়ে তোমার কখনো হারালে,
চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আরালে।
খুব বেশি জানতে ইচ্ছে করে, আমি চলে গেলে কি নিয়ে তুমি থাকবে?
বড় বেশি জানতে ইচ্ছে করে, ভুলে যাবে নাকি আমায় মনে রাখবে?
বৃষ্টি ভেজা কোনো দুপুরে, ভেবে কি তুমি কাঁদবেনা?
জোছনা ধোয়া কোনো রাতে, বিষণ্ণ কি হবেনা?
তুমি তাজমহল গড়ো, হৃদয়ে তোমার কখনো হারালে।
চোখেরই জল মুছে ফেলো, কোলাহল থেকে একটু আরালে।
লিরিক্স জমা দিয়েছেনঃ