গানের শিরোনামঃ প্রতিদান চায় না

ব্যান্ড/একক/মিক্সডঃ আইয়ুব বাচ্চু (রবিন)

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।

তোমার যোগ্য নয়, এ কথা ভেবে দুরে থেকেছি।
হাজার কষ্ট সয়ে, ভাগ্যকে হাসি মুখে মেনেছি।
তোমার যোগ্য নয়, এ কথা ভেবে দুরে থেকেছি।
হাজার কষ্ট সয়ে, ভাগ্যকে হাসি মুখে মেনেছি।
সুখের পৃথিবী হোক,তোমার সারাটি জীবনময়।

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।

বন্ধু জেনো ওগো তুমি, দুর থেকো ভালোবেসে যাব।
তোমার সুখে সুখ, আজ থেকে যেন তাই ভাববো।

বন্ধু জেনো ওগো তুমি, দুর থেকো ভালোবেসে যাব।
তোমার সুখে সুখ, আজ থেকে যেন তাই ভাববো।
সুখের মৃত্যু যেন এরপর আমাকে ছুয়ে যায়।

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Md Tanvir Hasan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole