চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ী ঝর্না, যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয়না। (২বার) তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা যদি দূরে রও স্বপ্ন গুলো আমার ভেঙ্গে যাবে জানো না। তোমার কথা ভেবে আমি গল্প কবিতা আর কাব্য লিখি, তোমার চোখে চেয়ে থেকে সুন্দর আমার পৃথিবী দেখি, আহা….. […]

Ei Monto Aar Manena
সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি তার মনের কথা জানতে পারিনি দিন চলে যায় রাত চলে যায় এ মন তো আর মানেনা। (২বার) ভালোবাসা সে তো শুধু মিছে আশা আমি তো আগে বুঝিনি আমারি মনে রেখে গেছে স্মৃতি তা আজো মুছে ফেলিনি। (২বার) তাকে ভালোবাসি বলা হলো না সে যে চলে গেছে ফিরে এলো না দিন চলে […]
Majh Raater Chithi
প্রতিদিন ভরা মাঝরাতে একটি কাগজ ভিজে যাবে জলে ভীষন আবেগে লেখা হবে অক্ষর জানি কোন দিনও পাবো না তার উত্তর তবুও রাত নেমে এলে প্রতিদিনের মত ভাববো কাল চিঠিটা হাতে দিয়ে আসবো চিঠি লেখা রাতের আকাশে মনে হয় খুব কাছের প্রতিবেশী হৃদয়কে জানাবার হাজার প্রশ্ন আমার জানলো নাতো কেউ কতটা কষ্টে আছি
Ghum Vanga Shohore
একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে, একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে হাসি আর গানে সুখের ছবি আঁকে। আহা কি যে সুখ…… [দুই বার] স্বপ্নেরা হারিয়ে যায় সময়ের সাগরে ব্যথার আবিরে কবিতা আঁধারে হারায় ভাবনার ফুল ঝরে ঝরে যায় আহা জীবনেরও গান হয় না সুরে গাওয়া! একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী […]
Firiye Dao
নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়। তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়। তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ? ফিরিয়ে দাও, আমার প্রেম তুমি, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এ ভাবে চলে যেও […]
Kotokal Khujbo Tomay
শেষ বিকেলের আলো বিষাদ সন্ধা, চলতে চলতে পথে, হঠাৎ প্রশ্ন জাগে, আর কতকাল খুজবো তোমায়? আর কতকাল খুজবো তোমায়? মাঝরাতে ঘুম ভাঙ্গে, চেয়ে দেখি আকাশে তাঁরার মেলা। রাতের নির্জনে গাছের পাতা এমন সময়। মাঝরাতে ঘুম ভাঙ্গে, চেয়ে দেখি আকাশে তাঁরার মেলা। রাতের নির্জনে গাছের পাতা এমন সময়। হঠাৎ প্রশ্ন জাগে, আর কতকাল খুজবো তোমায়? আর […]
Neel Chukh
নীল চোখে চোখ আমি রেখেছি সাত রঙে মনে ছবি এঁকেছি তারে চোখ ভরে যত আমি দেখেছি যেন স্বর্গের কাছাকাছি এসেছি। [দুই বার] কি মায়া সেই চোখে আমি তো বুঝি না || [সম্পূর্নটা আরেকবার] গায়ে সিক্ত নীলাম্বরী কপোলে মধু মাখা মধু চন্দন এলোমেলো কেশ যেন আকাশের সাথে খায় চুম্মন [দুই বার] সে যে রুপে অপরুপা কন […]
Ridoy Jure
হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেবো ভেবে স্বপ্নীল মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেবো ভেবে যখন দেখি তোমায় আমি অনেক কাছে হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরে যে ।। অশ্রু বরষা জাগাও তুমি নিবিরে থেকেও জেনে হৃদয় […]
Mone Pore
কেনো জানি মেঘের আলাপন আজ সহসা কেনো জানি ভরে এই দুনয়নে এলো বরষা কেনো জানি শুধু মনে পড়ে আজ তোমায় আলো আঁধারি ঢাকা পথে তুমি কোথায়? [দুই বার] মনেরই সীমানা তুমি বারবার ছুঁয়ে যাও নিয়ে যাও দূরে কোথাও মন আলোয় ভরে যায় মিশে যায় চেতনায় কোন দূর ভালোবাসায় কেনো জানি মেঘের আলাপন আজ সহসা কেনো […]
Ochena Shohor
এক স্বচ্ছ অনাবিল আকাশে —— মেঘ ভাসে প্রশান্ত সময়ের পটভূমিতে রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে এক ছোট্ট মায়াবী শহরে ——- একটি ছেলে একাকী ভাবে সেই ঘুড়ির সাথে যাবে কোন অচেনা শহরে। কোন এক অচেনা শহরে —— ঘুম ভাঙে সোনালী আলোর রথে ভেসে আসে সুদূরের ডাক কোন এক অশান্ত বাতাসে —— ডানা মেলে অপূর্ন স্মৃতির দেয়ালে […]