গানের শিরোনামঃ ঘুম ভাঙা শহরে

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি - ১

গীতিকারঃ শহীদ মো: জঙ্গী

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে,
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে।
আহা কি যে সুখ…… [দুই বার]

স্বপ্নেরা হারিয়ে যায় সময়ের সাগরে
ব্যথার আবিরে কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে যায় আহা
জীবনেরও গান হয় না সুরে গাওয়া!
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে……

ছবি সব বিমূর্ত হয় যায় না বোঝা যায় না
আশার ঝর্ণা পায়না সুখের ঠিকানা।
হতাশা শুধু সাথী হয়ে যায় আহা
সে কিশোর এবার জীবন ছেড়ে পালায়!

একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে,
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে।
আহা কি যে সুখ……

একদিন …… ওউউউউউ
একদিন …… ওহুম্মম্মম্মম্মম্ম
একদিন …… ওউউউউউ
একদিন …… ওহুম্মম্মম্মম্মম্ম




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন: