গানের শিরোনামঃ মনে পড়ে

ব্যান্ড/একক/মিক্সডঃ উইনিং

শিল্পীঃ জামান আলী চন্দন

অ্যালবামঃ অচেনা শহর

গীতিকারঃ জাহাঙ্গীর হায়দার দীপন

সুরকারঃ জামান আলী চন্দন

সঙ্গীত/কম্পোজারঃ উইনিং

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৪

কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা
কেনো জানি শুধু মনে পড়ে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা পথে
তুমি কোথায়? [দুই বার]

মনেরই সীমানা
তুমি বারবার ছুঁয়ে যাও
নিয়ে যাও দূরে কোথাও
মন আলোয় ভরে যায়
মিশে যায় চেতনায়
কোন দূর ভালোবাসায়
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা

আজ আমি একাকী
শুধু বারবার খুঁজে ফিরি
তোমারই সেই স্মৃতি
সেই আলোয় ভরা ছবি
কেটে যাবে পরশে
মনের কুয়াশা।

কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা
কেনো জানি শুধু মনে পড়ে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা পথে
তুমি কোথায়? [দুই বার]




লিরিক্স জমা দিয়েছেনঃ

Mohsin Alam

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও