গানের শিরোনামঃ নীল চোখ

ব্যান্ড/একক/মিক্সডঃ উইনিং

শিল্পীঃ মোহাম্মদ নূর রঞ্জন

অ্যালবামঃ উইনিং

সঙ্গীত/কম্পোজারঃ উইনিং

প্রকাশক কোম্পানিঃ স্যারগাম

প্রকাশ সালঃ ১৯৯১

নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি এসেছি। [দুই বার]
কি মায়া সেই চোখে আমি তো বুঝি না || [সম্পূর্নটা আরেকবার]

গায়ে সিক্ত নীলাম্বরী
কপোলে মধু মাখা মধু চন্দন
এলোমেলো কেশ যেন
আকাশের সাথে খায় চুম্মন [দুই বার]
সে যে রুপে অপরুপা কন কবির কল্পনা।।
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রং এ মনে ছবি একেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি এসেছি।

সে যে ছন্দের তালে তালে
পাহাড়ি নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে [দুই বার]
তাঁর সুরের লহরে এই মন দিশেহারা ||

নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি এসেছি। [দুই বার]
কি মায়া সেই চোখে আমি তো বুঝি না || [সম্পূর্নটা আরেকবার]




লিরিক্স জমা দিয়েছেনঃ

Mohsin Alam

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও