গানের শিরোনামঃ কেনো তুমি

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-১

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

কেনো তুমি হাসলে
কেনো তুমি কাঁদালে
এ যে কেমন রীতি
ও আমার পৃথিবী।।
এযে ভীষন জ্বালা।। (২)

বেঁচে মরে থাকা
মরে বেঁচে যাওয়াতে
নেই কোন মিল
যেনো রাত আর দিন
নেই কোন মিল।।
বেঁচে মরে থাকাতে
চাওয়া পাওয়া থাকে বলে
হতাশা থাকে,
আর মরে বেঁচে যাওয়াতে
পরাজয় থাকে বলে
স্মৃতি থাকে!
কেনো তুমি হাসলে
কেনো তুমি কাঁদালে
এ যে কেমন রীতি
ও আমার পৃথিবী।।
এযে ভীষন জ্বালা।।
পিছু ফিরে দেখা
আর এগিয়ে চলাতে
নেই কোন মিল
যেনো রাত আর দিন
নেই কোন মিল।।
পিছু ফিরে চেয়ে দেখি
কত না অতীত পরে আছে
আর এগিয়ে চলে দেখি
পৃথিবীতে কি হতে আর বাকী আছে?
কেনো তুমি হাসলে
কেনো তুমি কাঁদালে
এ যে কেমন রীতি
ও আমার পৃথিবী।।
এযে ভীষন জ্বালা।। (২)




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole