গানের শিরোনামঃ ধীরে ধীরে

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-১

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

আমরা ধীরে ধীরে ছোট হয়ে জন্ম নিয়েছি ।
আমরা ধীরে ধীরে ছোট থেকে বড় হয়েছি ।
আমরা ধীরে ধীরে বড় থেকে বুড়ো হয়েছি ।
আমরা ধীরে ধীরে বুড়ো থেকে মরে গিয়েছি ।
আমরা কি পেয়েছি আমরা কি দিয়েছি জানিনা-জানিনা ।।
আমরা ছোটবেলায় ব্যথা বোঝাতে কত কেঁদেছি
আমরা বড় হয়ে সুখ-দুঃখ কাকে বলে বুঝেছি
আমরা বুড়ো হয়ে আবার ব্যথায় কাতর হয়েছি ।।
আমরা শুধু শুধু মাঝ খানে কটা দিন হেসেছি।
আমরা শুধু শুধু মাঝ খানে কটা দিন কেঁদেছি ।
আমরা কি পেয়েছি আমরা কি দিয়েছি জানিনা-জানিনা ।।
আমরা কেউ কেউ আবার জন্ম নিয়েই মরে গিয়েছি
আমরা কেউ কেউ আবার বড় হয়েও নষ্ট হয়েছি
আমরা কেউ কেউ আবার বুড়ো হয়েও বেঁচে রয়েছি ।।
আমরা মিছেমিছি পৃথিবীটাকে স্বপ্ন ভেবেছি ।
আমরা মিছেমিছি সবকিছু আমাদের বলে জেনেছি।
আমরা কি পেয়েছি আমরা কি দিয়েছি জানিনা-জানিনা ।।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন: