গানের শিরোনামঃ ঢাকার সন্ধ্যা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-১

গীতিকারঃ টুটুল ও আওলাদ

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

বস্তিবাসী এক মায়ের মেয়ে
রং চং মেখে চায় সুন্দরী হতে
কিছু পরেই নেমে যাবে জীবনের খোঁজে
আঁধার জগতের সব অলিগলি ঘুরে
হতে পারে নাম তার ছন্দা ।।
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা ।।।।

ডাস্টবিনে খুজে ফেরে ছোট এক ছেলে
ফেলে দেয়া খাবারের যদি কিছু মেলে ।।
শীতে বৃষ্টিতে ফুটপাতে শুয়ে
আসে না যে চোখে তার তন্দ্রা ।।
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা ।।।।

ছুটছে সবাই শুধু টাকার পেছনে
টাকা দিয়ে সুখ যদি নেয়া যায় কিনে ।।
সংসারে সুখ আসার আগেই
নেমে আসে চোখে চিরনিদ্রা ।।
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা ।।।।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন: