গানের শিরোনামঃ গীটার এবং গান

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ পিয়ানো

সুরকারঃ প্রিন্স মাহমুদ

সঙ্গীত/কম্পোজারঃ প্রিন্স মাহমুদ

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ২০০০

আজ এই গিটার, এই গান
তোমাদের ভালোবাসার প্রেরণায়।
কতদিন দরে, কত রাত, তিলে তিলে গড়া আমার এই সাধনায়।

থেমে যাব বলে তো আসিনি,
ভেঙে যাব বলে জোয়ারে ভাসিনি।
মার মুখ থেকে গান শুনে শুনে,
গিটারের সুর তুলে ছিলাম।
সেই গান আমি শুনিয়ে তোমায়,
আজ এই ভালোবাসা পেলাম।

কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়,
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।

ও ও কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়।
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।
ওও

মনে রেখ আমায় ভুলো যেওনা,
তোমাদের কত আপন ছিলাম এই আমি।
কত কাল ধরে, কত পথ পেরিয়ে এসেছি এই গিটার সাথি করে।

থেমে যাব বলে তো আসিনি,
ভেঙে যাব বলে জোয়ারে ভাসিনি।
মার মুখ থেকে গান শুনে শুনে,
গিটারের সুর তুলে ছিলাম।
সেই গান আমি শুনিয়ে তোমায়,
আজ এই ভালোবাসা পেলাম।

কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়,
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।

ও ও কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়,
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।

কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়,
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।

কোন দিন এই গিটারের ধ্বনি যদি বা থেমে যায়,
মরন যেন ঠিক সে সময় আমাকে ছুয়ে যায়।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Md Tanvir Hasan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole