গানের কথা
গানের শিরোনামঃ ফেরারী মন
ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ এল আর বি-১
গীতিকারঃ আইয়ুব বাচ্চু
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯২
ফেরারী এ মনটা আমার,
মানে না কোন বাঁধা,
তোমাকে পাওয়ারই আশায়,
ফিরে আসে বারে বার।।
কখনও ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে,
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে?
তাই আমি, ফিরে আসি বারে বার।
ফেরারী এ মনটা আমার,
মানে না কোন বাঁধা,
তোমাকে পাওয়ারই আশায়,
ফিরে আসে বারে বার।
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাবো,
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারে বার।
ফেরারী এ মনটা আমার,
মানে না কোন বাঁধা,
তোমাকে পাওয়ারই আশায়,
ফিরে আসে বারে বার।
লিরিক্স জমা দিয়েছেনঃ