গানের শিরোনামঃ দূর পাহাড়

ব্যান্ড/একক/মিক্সডঃ উইনিং

শিল্পীঃ চন্দন

অ্যালবামঃ উইনিং (সেলফ টাইটলেড)

প্রকাশক কোম্পানিঃ সারগ্যাম

প্রকাশ সালঃ ১৯৯১

ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।

আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে।
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে।
তার বেদনার সঙ্গী হতে সেই সুর আমায়,
শুধু ডাকে, শুধু ডাকে, শুধু ডাকে।
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।

মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে।
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে।
শত দুঃখের রজনী পেরিয়ে সেই সুর যেন,
ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে।

ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।
আপন সুরে, আপন সুরে, আপন সুরে।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও