গানের শিরোনামঃ ধূমকেতু

ব্যান্ড/একক/মিক্সডঃ উইনিং

শিল্পীঃ জামান আলী চন্দন

অ্যালবামঃ অচেনা শহর

গীতিকারঃ জাহাঙ্গীর হায়দার দীপন

সুরকারঃ জামান আলী চন্দন

সঙ্গীত/কম্পোজারঃ উইনিং

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৪

নিঝুম শহরে বৃষ্টি ধোঁয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রী
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোণে তবু কিসের ছায়া?
চলমান হয়ে উঠে টুকরো ছবি সব
হৃদয়ে তোমার শাশ্বত অবয়ব ……
ধূমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জ্যোতিষ্ক হয়ে।

সোনালী আলোর পথ ঢেকে যায় আঁধারে
সকল নদীকি পারে বয়ে যেতে সাগরে?
শহরে মিলন আর শহরে ইতি
সুখ নেই শহরে শুধু তোমার স্মৃতি
ধূমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জ্যোতিষ্ক হয়ে।

জীবন চলেছে আজ দিগন্তের পানে
মাদক বাতাসে তুমি সুর তোল কানে
“ফিরে এসো ফিরে এসো একটু দাঁড়াও
আবার হৃদয়ে মোর ঝড় তোলে যাও”।

ধূমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জ্যোতিষ্ক হয়ে।
ধূমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জ্যোতিষ্ক হয়ে।




লিরিক্স জমা দিয়েছেনঃ

Mohsin Alam

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole