গানের কথা
গানের শিরোনামঃ চাই স্বপ্ন
ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ স্বপ্ন
গীতিকারঃ আসিফ ইকবাল
সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ১৯৯৬
এই দেশে সবই আছে আমাদের
পেট মোটা ঠিকাদার; আছে কত ধান্দাবাজ
আছে নিরীহ মানুষ কোটি কোটি
আরও আছে কিছু তোষামোদী কবি।।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।।
গ্রামে আছে মহাজন;
কেড়ে নেই তারা বাধাহীন
কৃষকের জমে থাকা শেষ সম্বল
হারাম খোর টাকু মোড়ল;
গ্রাস করে চলে সারা জীবন
অসহায় মানুষের শেষ সম্বল
আছে ঠক বাজ ধরিবাজ
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।।
সুবিধাবাদী মতলবী; সুবিধাবাদী পুঁজিবাদী
অফিসে-অফিসে কত ঘুসখোর
শহরে নগরে জেগে উঠা
ক্ষমতা লোভী কত ভুঁই ফোঁড়
উজাড় করে দেয় সাধারন মানুষের ঘর
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।।
এই দেশে সবই আছে আমাদের
পেট মোটা ঠিকাদার; আছে কত ধান্দাবাজ
আছে নিরীহ মানুষ কোটি কোটি
আরও আছে কিছু তোষামোদী কবি।।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।।
লিরিক্স জমা দিয়েছেনঃ