গানের শিরোনামঃ দুঃখিনী রাতে

ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ স্বপ্ন

গীতিকারঃ মারুফ আহমেদ

সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৬

জনপদ এখন ঘুমিয়ে পড়েছে
বাতাসে তোমার স্মৃতি
আকাশে আমার বেদনা জমেছে
যেটুকু লুকিয়ে রাখি

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে
বিষাদ ছুঁয়েছে আমায়

পরিত্যক্ত হয়েছে রাজপথ,
পূর্ণিমায় আলোকিত নগর;
সুখের ছোঁয়ায় ঘুমন্ত সব
ব্যথায় ভরা শুধু আমার এ ঘর

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

আমার ব্যথা নিয়ে বোবা আকাশ,
আজ সেজেছে তারায় তারায়
চোখের নোনা-জলে তোমার স্মৃতি,
যেন লেখা আছে নীরব ভাষায়

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

জনপদ এখন ঘুমিয়ে পড়েছে
বাতাসে তোমার স্মৃতি
আকাশে আমার বেদনা জমেছে
যেটুকু লুকিয়ে রাখি

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়

দুঃখিনী এই রাতে
বিষাদ ছুঁয়েছে আমায়




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও