গানের শিরোনামঃ কেঁদে কেঁদে যাব

ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ স্বপ্ন

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৬

এক জীবনে আর কতবার
আমি কেঁদে যাব
এক জীবনে আর কত বার
আমি ব্যাথা পাব।
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়াবে পাশে।।
তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।।।।

কিছু ব্যথা পাওয়া; কিছু ব্যথা নেয়া
কিছু ফিরে পাওয়া; কিছু মনে রাখা
এই এক জীবনে; যদিও হয় পুরণ
তবুও আমি জানি।
তখনও বুঝি আমি কেঁদে কেঁদে যাব।।।।

যদি মন ভাঙ্গে; যদি স্বপ্ন গড়ে
মুছে গিয়ে সব অভিলাষের ভীড়ে
এই এক জীবনে; যদিও হয় পুরণ
তবুও আমি জানি।
তখনও বুঝি আমি কেঁদে কেঁদে যাব।।।।

এক জীবনে আর কতবার
আমি কেঁদে যাব
এক জীবনে আর কত বার
আমি ব্যাথা পাব।
এই জীবনের শেষে আমার
মরণ এসে দাঁড়াবে পাশে।।
তখনও বুঝি কেঁদে কেঁদে যাব……….




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও