Kothao Bashi Bajchilo

কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল। কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল। তবু কেন ও বাঁশী উদাসী আমায় ডাকছিলো? আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল। কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে […]

Hawa

হাওয়ারে তুই বাঁজা নুপুর হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর হাওয়ারে তুই বাঁজা নুপুর হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর। গানের মাঝে দাঁড়িয়ে আছে মন খারাপ সেই একলা দুপুর গানের মাঝে দাঁড়িয়ে আছে বিষণ্ণ এক একলা দুপুর। হাওয়ারে তুই বাঁজা নুপুর হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর হাওয়ারে তুই বাঁজা নুপুর। ও মেঘ সাদা ফেরিওয়ালা কত হে বিকাল একটু পরে আকাশে […]

Provu

রাতে ঘুম আসে না, শপ্ন কেন দেখি না? জেগে দেখি দুঃস্বপ্নটায় টাই যেন ভাঙ্গে না। দিনের আলোর বিরক্তি, ধৈর্য যনে শেষ শক্তি, টিক টিক টিক ঘড়ির কাঁটা যেন থামে না। লাল লা লা লাল লা লা (৪) লা লা লা লা লা লা লা *২ শূন্য হাতে মুক্ত আকাশে একা উড়ে চলি, প্রভুর সাথে আমি […]

Kotodin Dekhini Tomay

কতদিন হয়ে গেলো দেখিনি তোমায় কোথায় আছো তুমি কোন অজানায়? আমাকে কি কখনো ভূল করে মাঝ-রাতে মাঝে মাঝে মনে পড়ে? তোমারও কি কাটে রাত আমাকে ভেবে? কতদিন হয়ে গেলো দেখিনি তোমায় কোথায় আছো তুমি কোন অজানায়? আমাকে কি কখনো ভূল করে মাঝ-রাতে মাঝে মাঝে মনে পড়ে? তোমারও কি কাটে রাত আমাকে ভেবে? আমিতো আগের মত […]

Karbala

তিন দিন আর তিন রাত্রি কারবালা মরু পথে ছয় হাজার অন্ধ যাত্রী সঙ্গে বীর হোসেন। ফোরাত নদীর বুকে জেগেছিল কত ঢেউ তবু এক ফোঁটা পিপাসার জল মুখে তুলে দেয়নি কেউ! হায় হোসেন হায় হোসেন কেঁদেছিলে পিপাসায় হায় হোসেন হায় হোসেন হায় হোসেন!! হায় হোসেন হায় হোসেন কেন এসেছিলে এই কারবালায়? হায় হোসেন হায় হোসেন – […]

Paharer Churay

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায় আমি সাগরের উত্তাল তরঙ্গ ভেদে যাই। আমি মরুময় এ পাড়ে পাড়ি জমাতে চাই যদি ও পাড়ের শীতলে তোমার চিহ্ন রয়। একটু ভিতুও নই, ও বুনো হিংস্রতায় এনে দেব ছিনিয়ে যত দুর্লভ যা চাই। শত রাত্রি বিনিদ্র যাপন পারি অবলীলায়… নির্মলও ভোরে তোমার হাসির প্রতীক্ষায়। ঝিরি ঝিরি বর্ষণে প্রদীপ শিখা […]

Vule Gechi

ভুলে গেছি কবে এক জোছনা রাতে আধো আলোতে, আর আঁধারে মন ময়ূরী সাঁজে, উপচে পরা ভাবে, বাহু যুগলে হারিয়ে গেলে যা ছিল আড়ালে পরিচয় বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয় শুধু বুঝেছি এই হৃদয়ে যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়। তুমি আমার সুরে সুরে আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায় দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা তুমি […]

Jochonabihar

রাতকে বলি চোখ বুজে তুই থাক যে আসে যায় চমকে সে না যাক রাতকে বলি রাতে আসে কে সাবধানী চোখ রাতকে বলি যে অনেক দিনের অনেক পরিচয়ে আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই। ধরতে গিয়ে হেরে গেছি দেখতে গিয়ে থেমে গেছি হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে। লোকে […]

Ghumonto Shohore

ঘুমন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে। ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে। তবুও একাকী ভিন্ন গ্রহে! মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজার করে। নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে। […]