গানের শিরোনামঃ প্রভু - আবির্ভাব

ব্যান্ড/একক/মিক্সডঃ আবির্ভাব

শিল্পীঃ আবির্ভাব

অ্যালবামঃ ভাবুক ছায়া

গীতিকারঃ আকমাম আতিক উল্লাহ সীন

সুরকারঃ আকমাম আতিক উল্লাহ সীন

সঙ্গীত/কম্পোজারঃ স্টুডিও অ্যাস্ট্রে - ওয়াহিদ খান অপু

প্রকাশক কোম্পানিঃ আবির্ভাব

প্রকাশ সালঃ ২০২২

রাতে ঘুম আসে না,
শপ্ন কেন দেখি না?
জেগে দেখি দুঃস্বপ্নটায় টাই যেন ভাঙ্গে না।

দিনের আলোর বিরক্তি,
ধৈর্য যনে শেষ শক্তি,
টিক টিক টিক ঘড়ির কাঁটা যেন থামে না।

লাল লা লা লাল লা লা (৪) লা লা লা লা লা লা লা *২

শূন্য হাতে মুক্ত আকাশে একা উড়ে চলি,
প্রভুর সাথে আমি একা কথা বলি।

দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি,
স্বপ্নের মাঝে আমি আলোপিছে উড়ি।

হে প্রভু আমায় সহজ পথ দেখাও,
দুরে থেকে কেন আনমনে ভাবাও?

ঝড় আর বৃষ্টিতে আর কতো ভেজাবে?
সূর্যের আলোতে পথটা কি শুকাবে?

স্বপ্ন কি সত্যি হবে?
সূর্যের আলো দেখা দেবে?
টিক টিক টিক ঘড়ির দিকে তাকিয়ে রই।

দিনের আলোর বিরক্তি,
এই ভয় থেকে পাবো মুক্তি?
জেগে দেখবো কি ঝড় আজ নেই?

তুমি আপন বলে কেন টানো কাছে কাছে?
পাপের বোঝা নিয়ে পাপী আজো বেঁচে আছে।

ভেঙে চুরে আবার যদি ঠেলো দুরে দুরে,
তোমার তরে গাইবো গান আমি করুন সুরে।

শূন্য হাতে মুক্ত আকাশে একা উড়ে চলি,
প্রভুর সাথে আমি একা কথা বলি।

দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি,
স্বপ্নের মাঝে আমি আলোপিছে উড়ি।

হে প্রভু আমায় সহজ পথ দেখাও,
দুরে থেকে কেন আনমনে ভাবাও?

ঝড় আর বৃষ্টিতে আর কতো ভেজাবে?
সূর্যের আলোতে পথটা কি শুকাবে?




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ আতিকুর রহমান (আতিক)

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও