গানের শিরোনামঃ হাওয়া

ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

অ্যালবামঃ স্বপ্নবাজি

সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার

প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

প্রকাশ সালঃ ২০০৫

হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর
হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর।
গানের মাঝে দাঁড়িয়ে আছে
মন খারাপ সেই একলা দুপুর
গানের মাঝে দাঁড়িয়ে আছে
বিষণ্ণ এক একলা দুপুর।

হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর
হাওয়ারে তুই বাঁজা নুপুর।

ও মেঘ সাদা ফেরিওয়ালা কত হে বিকাল
একটু পরে আকাশে মন পশ্চিমেতে লাল।
ও মেঘ সাদা ফেরিওয়ালা কত হে বিকাল
একটু পরে আকাশে মন পশ্চিমেতে লাল।
এখন কেন বরষা বরষা বরষা মেয়ে কাঁদে?
এখন কেন বরষা বরষা বরষা মেয়ে কাঁদে?
অশ্রুজলে গান লিখে দেয় সন্ধ্যা বেলার চাঁদে।
অশ্রুজলে গান লিখে দেয় সন্ধ্যা বেলার চাঁদে।

হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর?
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর?
ঝরা পাতার তালে কি তোর
হৃদয়টাতে আকাশ উপুর?
ঝরা পাতার তালে কি তোর
হৃদয়টাতে আকাশ উপুর?

হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর।

ও রাত কালো ঘুমটাওয়ালা কত হে আঁধার
সময় হলো কান্না মেয়ের জন্যে কি গান বাঁধার?
ও রাত কালো ঘুমটাওয়ালা কত হে আঁধার
সময় হলো কান্না মেয়ের জন্যে কি গান বাঁধার?
গানের মানে অশ্রু গাঁথা জানে জলের ঢেউ।
গানের মানে অশ্রু গাঁথা জানে জলের ঢেউ।
তোমরা জানলে গানের মানে বলো আমাকেও।

হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর।
হাওয়ারে তুই বাঁজা নুপুর
হাওয়ারে তোর পায়ে ঘুঙ্গুর।
গানের মাঝে দাঁড়িয়ে আছে
মন খারাপ সেই একলা দুপুর
গানের মাঝে দাঁড়িয়ে আছে
বিষণ্ণ এক একলা দুপুর।
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর?
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর?
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর
হাওয়ারে তোর বৌ কি ঝুমুর?
হাওয়ারে তুই বাঁজা ঘুঙ্গুর…

লিরিক্স কৃতজ্ঞতাঃ Sheikh Towhid




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও