গানের কথা
গানের শিরোনামঃ জাদু
ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস
শিল্পীঃ শাফিন আহমেদ
অ্যালবামঃ প্রত্যাশা
প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা
প্রকাশ সালঃ ১৯৯৩
শোন প্রিয় কত যতনে
এঁকেছি যে তোমায় আমার এই মনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
নীরবে এসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমারই জীবন
তুমি যে সকল আশার প্রেরনা।
ভেঙ্গে দিও না মন
কেড়ে নিও না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা
নীরবে এসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন।
তোমায় করেছি আপন
তুমি আমারই জীবন
তুমি যে সকল আশার প্রেরনা।
ভেঙ্গে দিও না এ মন
কেড়ে নিও না স্বপন,
তুমি যে আমার শেষ ঠিকানা।
শোন প্রিয় কত যতনে
এঁকেছি যে তোমায় আমার এই মনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু।
লিরিক্স জমা দিয়েছেনঃ