গানের শিরোনামঃ নষ্ট অতীত

ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস

সুরকারঃ মাইলস

সঙ্গীত/কম্পোজারঃ মাইলস

প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

প্রকাশ সালঃ ১৯৯৬

হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস, ঝড় হয়ে করে মাতামাতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস, ঝড় হয়ে করে মাতামাতি

যেখানে ছিল জল ছিল নদী
সেখানে জাগে জল জাগে মরুভূমি
যেখানে ছিল ভালবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
জলসা ঘরে নিভে গেছে ঝাড়বাতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস, ঝড় হয়ে করে মাতামাতি

 

যেখানে ছিল ঘাস মৌমাছি
সেখানে চৌচির হয়ে আছে মাটি
যেখানে ছিল ভালবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
নির্বাসনে চলে গেছে সব প্রজাপতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস, ঝড় হয়ে করে মাতামাতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস, ঝড় হয়ে করে মাতামাতি




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole