গানের কথা
গানের শিরোনামঃ এ এমন পরিচয়
ব্যান্ড/একক/মিক্সডঃ সোলস
শিল্পীঃ তপন চৌধুরী, পার্থ বড়ুয়া
অ্যালবামঃ এ এমন পরিচয়
গীতিকারঃ সালাউদ্দীন সজল
সুরকারঃ পার্থ বড়ুয়া
সঙ্গীত/কম্পোজারঃ পার্থ বড়ুয়া
প্রকাশক কোম্পানিঃ মিউজিক বেঙ্গল, সঙ্গীতা
প্রকাশ সালঃ ১৯৯৩
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
লিরিক্স জমা দিয়েছেনঃ