গানের কথা
গানের শিরোনামঃ তোমার চিঠি
ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ এল আর বি-২
গীতিকারঃ শাকিল
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯২
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।
কিযে আছে লেখা ঐ চিঠির বুকে
সেইতো আমি জানতে চাই,
আমার হৃদয় ভাঙার খবর
তোমার কাছ থেকে পেতে চাই।
তাই বুঝি এক অজানা ভয়ে ঐ চিঠি আমি খুলিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।
ভাবি শুধু এজীবন তুমি বিহীন
কি করে কাটবে আমার এই দিন,
কখনো দরজায় করধ্বনি শুনি
চলতে ফিরে আসে ভাবনা থেকে।
কে ঐ আমার কাছে ভাঙা মন নিয়ে বসে আছে
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।
লিরিক্স জমা দিয়েছেনঃ