গানের শিরোনামঃ রিটায়ার্ড ফাদার

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ নূরে আলম

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

পড়ন্ত বিকেলে রোদ আর চোখে
ফেলে আসা জীবনের সৃত্মি ভরা বুকে।
একদা সবকিছু দিয়েছেন করে উজাড়
তিনি আমাদের প্রিয় রিটায়ার্ড ফাদার।
মাঝে মাঝে ভুল করে
অফিসের বাসে চড়ে
চলে যান পুরানো সেই অফিসে
বন্ধুরা কেউ নেই
ভুল ভাঙ্গে নিমিষেই
জল ভরে দুচোখের কার্নিশে
হাসি ব্যথা,দেয়া নেয়া
ভালবাসা,চাওয়া.পাওয়া
এখানেই ছিল কত তার।
ভোর বেলা প্রতিদিনই
ছুটে যান মাঠে তিনি
ফিরে পেতে হারানো সেই যৌবন
ওয়াকিং জগিং এ
বুক ডন,জাম্পিং এ
কেটে যায় তার বেশ কিছুক্ষণ।
কখনও বা বসে বসে
কি যেন কি অভিলাষে
সংগীত শুনে যান রবিদার।
পিয়নের দেখা পেলে
কাছে ডেকে ভাই বলে
অনুরোধে ভরে দিয়ে মনটা,
কতদিন হয়ে গেল
ফাইলে জমেছে ধূলো
তবুও পেলনা যে পেনশনটা।
রাগে ক্ষোভে অভিমানে হতাশাতে
বোঝা টেনে আর চলেনা তার পরিবার
বয়সের বলীরেখা
কপালের ভাজে আঁকা
সবুজ পাতারা খসে পড়ে যায়।
জীবনের দাবী এসে
শিশুদের মত হেসে
অবুঝ হৃদয়ে ঝড় তুলে
হায় কত কথা মনে ভাসে
কত আশা অনায়াসে ঘামে মিশে
হয়েছে সব একাকার।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন: