গানের শিরোনামঃ শ্রাবনের মেঘ

ব্যান্ড/একক/মিক্সডঃ ডিফারেন্ট টাচ

শিল্পীঃ মেজবাহ রহমান

অ্যালবামঃ ডিফারেন্ট টাচ (সেল্ফটাইটেল্ড প্রথম এ্যালবাম)

প্রকাশ সালঃ ১৯৯০

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

—————–




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোস্তাক আহমেদ

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole