গানের শিরোনামঃ দৃষ্টি প্রদীপ জ্বেলে

ব্যান্ড/একক/মিক্সডঃ ডিফারেন্ট টাচ ​

শিল্পীঃ মেজবাহ

অ্যালবামঃ ডিফারেন্ট টাচ প্রথম খণ্ড

প্রকাশক কোম্পানিঃ ইলেক্ট্রো ভয়েস

প্রকাশ সালঃ ১৯৯০

দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়

কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেছি পাখা II

তুমি হীনা এ ভুবনে কিছু চাইনা
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়

কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মনদ্বীপ নিভে গেছে, আর জ্বলে না II

তুমি হারা এ জীবন ভালো লাগেনা
এ মনের বন্দরে ফিরে এসো না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই ।

দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও