গানের শিরোনামঃ স্বর্নালী ভোরে

ব্যান্ড/একক/মিক্সডঃ ​প্রমিথিউস

শিল্পীঃ বিপ্লব

অ্যালবামঃ মুক্তির প্রত্যাশায়

গীতিকারঃ বিপ্লব

সুরকারঃ বিপ্লব

সঙ্গীত/কম্পোজারঃ বিপ্লব

প্রকাশক কোম্পানিঃ সারগাম

স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বরো ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়

চাঁদ জাগা রাতে আকাশের পানে
তাঁরাদয় উদাস মেঘেদের গানে II

এমন মধুর লগনে
যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

জোনাক জ্বলা রাতে
মহুয়ার গন্ধে
মন আমার মাতাল রাখালিয়া ছন্দে II

এমন মধুর লগনে
যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়




লিরিক্স জমা দিয়েছেনঃ

Sajedur Rahman

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole