গানের কথা
গানের শিরোনামঃ প্রতিমার ছবি
ব্যান্ড/একক/মিক্সডঃ নোভা
শিল্পীঃ আহমেদ ফজল
অ্যালবামঃ শক্তি
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ১৯৯৫
ওহ কি বিস্ময়ে, দেখছ তুমি আমায়,
দীর্ঘ নি:শ্বাসে, ভালোবাসা ব্যাকুলতায়
ভাবনা মেলে পাখা ক্লান্ত গোধূলির পথকে সাথী করে।
আমি চেয়েছি গো সেই তোমায়।
বর্ণে বর্ণে সুবর্না তুমি একটি মাধবি রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া তুমি ছিলে আমার কামনায়।
ওহ বিন্দু বিন্দু গড়া ভালবাসা পাহাড় গড়িয়ে,
পেলাম তোমায় আমি চুমকুড়ী আঁকা ঝুম সন্ধ্যায়।
প্রতিমার ছবি, ওহ প্রতিমার ছবি।
চুপি চুপি চাওয়া চাঁদনী বরন
বুকে দুরু দুরু ভাবনা যে,
নীলাম্বরী নীল আভরণ
লুকোচুরি করে তার মাঝে।
চুপি চুপি চাওয়া চাঁদনী বরন
বুকে দুরুদুরু ভাবনা যে,
নীলাম্বরীর নীল আবরণ
লুকোচুরি করে তার মাঝে।
বর্ণে বর্ণে সুবর্না তুমি একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া তুমি ছিলে আমার কামনায়,
ওহ বিন্দু বিন্দু গড়া ভালবাসার পাহাড় গড়িয়ে।
পেলাম তোমায় আমি চুমকুড়ী আঁকা ঝুম সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহ প্রতিমার ছবি।
সেই লগনে তোমার আগমন
প্রাণ তোলপাড় বারতা,
বন হরিণীর চঞ্চলতায়
ভেঙেছে আমার স্তব্ধতা।
সেই লগনে তোমার আগমন
প্রাণ তোলপাড় বারতা,
বন হরিণীর চঞ্চলতায়
ভেঙেছে আমার স্তব্ধতা।
বর্ণে বর্ণে সুবর্না তুমি একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া তুমি ছিলে আমার কামনায়,
ওহ বিন্দু বিন্দু গড়া ভালবাসার পাহাড় গড়িয়ে।
পেলাম তোমায় আমি চুমকুড়ী আঁকা ঝুম সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহ প্রতিমার ছবি। ওহ…
ওহ কি বিস্ময়ে, দেখছ তুমি আমায়,
দীর্ঘ নি:শ্বাসে, ভালোবাসা ব্যাকুলতায়
ভাবনা মেলে পাখা ক্লান্ত গোধূলির পথকে সাথী করে।
আমি চেয়েছি গো সেই তোমায়।
বর্ণে বর্ণে সুবর্না তুমি একটি মাধবি রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া তুমি ছিলে আমার কামনায়।
ওহ বিন্দু বিন্দু গড়া ভালবাসা পাহাড় গড়িয়ে,
পেলাম তোমায় আমি চুমকুড়ী আঁকা ঝুম সন্ধ্যায়।
প্রতিমার ছবি, ওহ প্রতিমার ছবি।
লিরিক্স জমা দিয়েছেনঃ