গানের শিরোনামঃ নিহত নারীকে

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ শক্তি

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৫

জানি না, কেন অন্ধকারে তুমি একা

কাঁদো, ও চোখ দুটি দু’হাতে ঢেকে।

যদি চাও, বলনা তা, আজ আমাকে।

বেদনা, কাকে বলে

জানি তার, পরিচয়

সমুখের, ধ্রুবতারা পথ বলে দেবে

ঠিকানা, কোন খানে ঠিক জানা যাবে।

সমুখের, ধ্রুবতারা পথ বলে দেবে

ঠিকানা, কোন খানে ঠিক জানা যাবে।

 

মানুষের বেঁচে থাকা, দেয়ােলের বাধা ভেঙ্গে

মানুষের যত আশা, আমরণ থাকে জেগে।

বিশ্বাস কর আমায়, নিয়ে যাব যে আলোয়

ভালবাসা দেব তোমায়

দেব তোমায়, দেব তোমায়।

জানি না, কেন অন্ধকারে তুমি একা

কাঁদো, ও চোখ দুটি দু’হাতে ঢেকে।

 

অতীতের বুকে আছে, পিছনের ছবি আঁকা

সময়ের ওড়নাতে, সামনের পথ ঢাকা।

এক রাশ, আলো এনে, জ্বেলে দেব কুয়াশা

আলো এনে দেব তোমায়

দেব তোমায়, দেব তোমায়।

 

জানি না, কেন অন্ধকারে তুমি একা

কাঁদো, ও চোখ দুটি দু’হাতে ঢেকে।

যদি চাও, বলনা তা, আজ আমাকে।

বেদনা, কাকে বলে

জানি তার, পরিচয়

সমুখের, ধ্রুবতারা পথ বলে দেবে।

ঠিকানা, কোন খানে ঠিক জানা যাবে

সমুখের, ধ্রুবতারা পথ বলে দেবে

ঠিকানা, কোন খানে ঠিক জানা যাবে।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও