গানের শিরোনামঃ প্রিয়তমা মেঘ

ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস

শিল্পীঃ হামিন আহমেদ

অ্যালবামঃ প্রতিচ্ছবি

প্রকাশ সালঃ ২০১৫

তুমি ফুল নাকি প্রজাপতি? কী নামে ডাকি?
রাতের আগুন জ্বলে নাকি জোনাকি?
তুমি ফুল নাকি প্রজাপতি? কী নামে ডাকি?
রাতের আগুন জ্বলে নাকি জোনাকি?
চোখেরই আলোয় আঁকা পদ্ম পাতা জল।
স্বপ্ন কাঁকণ বাজে বাজে শত দল।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।

কোলাহলে কেন তুমি এসেছ?
বসন্তে মাতাল কেন ঘুম ভেঙ্গেছো?
রুপালী আলো মেখে হেসেছিল চাঁদ।
স্বপ্ন আপন ভেবে হেসেছিল রাত।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।

কোন পৃথিবীর ডাক আবরণে?
কোন আগামীর দিকে রাত?

তুমি ফুল নাকি প্রজাপতি? কী নামে ডাকি?
রাতের আগুন জ্বলে নাকি জোনাকি?
চোখেরই আলোয় আঁকা পদ্ম পাতা জল।
স্বপ্ন কাঁকণ বাজে বাজে শত দল।

প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।
প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ ঊষ্ণতায় ছুঁয়ে দাও।




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole