গানের শিরোনামঃ প্রানের শহর

ব্যান্ড/একক/মিক্সডঃ ফিলিংস

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ জেল থেকে বলছি

গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী

সঙ্গীত/কম্পোজারঃ জেমস

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৩

ফ্র্যাঙ্কফুট, লন্ডন, প্যারিস থেকে অটোয়া, জেনেভা, সিডনী হয়ে
কায়রো, টোকিও, রোমে,
থেকেছি মস্কো, তেহরান কাজে
শুধু একটি ছবি চোখে হৃদয়ের মানসলোকে রয়েছে আঁকা।
আমার প্রাণের শহর।।
আমার ঢাকা।

মিসিসিপির পাড়ে আগুন জ্বেলে মার্কিন জ্যাজ শুনেছি মোজার্ট বিতোভেন পিয়ানোতে স্বপ্নের বীজ বুনেছি

“আল্লাহু আকবার আল্লাহ”
আজানের সুর ছাড়া সবকিছু সবকিছু লেগেছে ফাঁকা।
আমার প্রাণের শহর।।
আমার ঢাকা।

অনাহারে থাকা মানুষের মুখ
কোথায় এমন হাসে?
কোথায় আকাশ ছাউনি হয়ে রাত্রি নেমে আসে?

“আল্লাহু আকবার আল্লাহ”
জীবন এখানে কোলাহলে মুখরিত রিক্সার তিনটি চাকা।
আমার প্রাণের শহর।।
আমার ঢাকা




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

Optimized by Optimole