গানের শিরোনামঃ পেশাদার খুনি

ব্যান্ড/একক/মিক্সডঃ ফিলিংস

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ জেল থেকে বলছি

গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী

সঙ্গীত/কম্পোজারঃ জেমস

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯৩

আঁধারের বুক চিরে আততায়ী
অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে
নেই অভিব্যক্তি চোখে মুখে
রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে
হাজার লোকের ভিড়ে সে
অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে
শীত শীত নিস্পাপ চোখটা
পেশাদার খুনী সেই লোকটা
পেশাদার খুনীটা…

সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে
সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে
রাতের আঁধারে আততায়ী হয়ে
আঘাতের জায়গাটা বুঝে নেয় সে
ভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথর

রাতের আঁধারে আততায়ী হয়ে
আঘাতের জায়গাটা বুঝে নেয় সে
ভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথর
তবু টলেনি…
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে
শীতল চোখের সেই কপাল পোড়া
নিস্পাপ চোখের ঐ কপাল পোড়া
সর্বনাশা সেই খুনীটা…।

সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে
সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে
বাম হাতে টাকা পেলে ডানহাতে
কিনে নেয়া মৃত্যু ছিনে আনে
প্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র সর্বনাশা

বাম হাতে টাকা পেলে ডানহাতে
কিনে নেয়া মৃত্যু ছিনে আনে
প্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র সর্বনাশা
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে
শীতল চোখের সেই কপাল পোড়া
নিস্পাপ চোখের ঐ কপাল পোড়া
সর্বনাশা
সেই খুনীটা…

আঁধারের বুক চিরে আততায়ী
অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে
নেই অভিব্যক্তি চোখে মুখে
রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে
হাজার লোকের ভিড়ে সে
অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে
শীত শীত নিস্পাপ চোখটা
পেশাদার খুনী সেই লোকটা
পেশাদার খুনীটা…




লিরিক্স জমা দিয়েছেনঃ

মোঃ তানভীর হাসান

শেয়ার করুন:

Optimized by Optimole