মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন] ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো] সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও] ভাষা তো দেয় নি [দুই বার] চোখেরো দৃষ্টি যেন মনেরো গীতিকবিতা বুকেরো ভালোবাসা যেথায় রয়েছে গাঁথা [দুই বার] আমিতো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি [ওওওও] কেউ জানে নি। মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন] ও সেতো মুখ […]
