গানের শিরোনামঃ আমরা যে ভালোবাসি

ব্যান্ড/একক/মিক্সডঃ সোলস

গীতিকারঃ সোলস

সুরকারঃ সোলস

সঙ্গীত/কম্পোজারঃ সোলস

প্রকাশক কোম্পানিঃ বৈশাখ প্রোডাকশন

প্রকাশ সালঃ ১৯৮২

আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে
যেখানে হাত রাখি সেখানে
সজীবতা সজীবতা
দুলে দুলে উঠে শুধু স্বপ্ন ফসলের ঢেউ
গোলা ভরা ধান নিয়ে গলা ভরা গান গেয়ে
মাঠে মাঠে সবুজের ছড়াছড়িতে
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে

যেথা গানের পাখীরা উড়ে আকাশ জুড়ে
আকাশ জুড়ে আকাশ জুড়ে
বট জারুলের ছায়া পথের মোড়ে
পথের মোড়ে পথের মোড়ে।।
স্রোতে ভাসা পানসীতে খেয়ালীর হাল
বাঁশ বন বৃষ্টিতে হয়েছে মাতাল।।
হইরে হইরে হই হো
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে

এই মাটিতে চিরদিন সোনা ফলে
সোনা ফলে সোনা ফলে
বুক ভরা এ দেশের ফুলে ফলে
ফুলে ফলে ফুলে ফলে।।
মাঠ পাড় ভরে যায় কিষাণীর গানে
নদীরাও উধাও হয় সাগরের পানে
হইরে হইরে হই হো
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে
আমরা যে ভালোবাসি সোনার বাংলাকে




লিরিক্স জমা দিয়েছেনঃ

Ahmed Shahjahan

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও