বসে আছি এক আমি,মনে নিয়ে পুরোনো স্মৃতি পুরোনো স্মৃতিগুলো যেন সময়ের পরিচিতি। সবকিছু এত ভাল,কত ছবি মনে পড়ল ঘুরে ফিরে আমার আমি স্মৃতিদের-ই জড়িয়ে ধরল। এগুলো ছিল অতীত আমার,এখন আমি বহু দূরে…. দূরে গিয়ে এখন যে আবার স্মৃতিরাই মনে পরে-I I I ভাল আমার গেছে,তুমি পেতে চাও -তা-কি ? তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি নাকি? […]

Jonmohin Nokkhotro
অনন্ত রাত্রির সীমাহীনতায় জেগে থাকা এই আমার; নির্ঘুম প্রহর গুনায় ফুরাবে কি আর কোন দিন ও, জানা হল না এখনও। এক জন্মহীন নক্ষত্রের মত জেগে আছি আমি এক জন্মহীন নক্ষত্রের মত না হয় জেগে থাকব।। সব গল্পের অন্ধকারে; মিশেছে দূরের বাতাস; একাকীত্বের এই বাসরে উড়েছে আমার অভিলাষ। ফিরে আসে নি আর স্বপ্ন।। এক জন্মহীন নক্ষত্রের […]
Golpo Seshe (Shwapno 2)
গল্প শেষে আমরা সবাই হারিয়ে যাব থাকবে না কেউ জ্যোৎস্নায় ভেজা রাতে আকাশের ও চাঁদ শুধুই একা জেগে রবে আমাদের মাঝে কেউ কি? আসবে ফিরে স্বপ্ন নিয়ে…. তারপরে কোন অন্য ভোরে কুয়াসায় ঢাকা কোন মাঠের পরে ঘুম ভাঙবে আমাদের মতো কারও শুধুই একা কারও স্বপ্নতে…… আমাদের মাঝে কেউ কি? আসবে ফিরে স্বপ্ন নিয়ে…….।
Durer Tomake
অভিমানী বুকে ভালবাসা আছে, ভালবাসা থাকে বুঝাতে পারিনি।। দূরের তোমাকে।।।। বুঝাতে পারিনি। দূরের তোমাকে।।। বুঝাতে পারিনি। কোন অভিযোগ নেই; আমার এই হৃদয়ে ভাল থেকো তুমি স্বপ্ন সাজিয়ে ।। সুখের দিন আসে। ভুলে আমাকে ।।। থাকতে পারনি। দূরের তোমাকে।।। বুঝাতে পারিনি। কোন পিছুটান নেই; এখন এই জীবনে ভাল আছি আমি ; বিরহের ভুবনে ।। বেদনার দিন […]
Chai Shwapno (Shwapno 1)
এই দেশে সবই আছে আমাদের পেট মোটা ঠিকাদার; আছে কত ধান্দাবাজ আছে নিরীহ মানুষ কোটি কোটি আরও আছে কিছু তোষামোদী কবি।। কি নেই দেশে আমাদের নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।। গ্রামে আছে মহাজন; কেড়ে নেই তারা বাধাহীন কৃষকের জমে থাকা শেষ সম্বল হারাম খোর টাকু মোড়ল; গ্রাস করে চলে সারা জীবন অসহায় মানুষের শেষ সম্বল […]
Shudhu Amar Prem
কেন তোমি বুঝনি আমাকে জাননা কি, তুমি হারালে হৃদয় এর সবটুকু জুড়ে তুমি ঝিরি ঝিরি হাওয়া বলে দেয় কতটা আপন আমি তোমার জীবনে সব টুকু জুড়ে তুমি। তুমি জানোনা এই হৃদয়ের হৃদয় টা তুমি তুমি আমার প্রেম শুধুই আমার প্রেম ।। কিসের আসায় পথ চাওয়া কিসের ব্যথায় হতাশ হওয়া কখন ও কি তুমি ভেবে দেখেছ।। […]
Shonnashini
হঠাৎ করে বদলে নেবে তোমাকে! তা হবে না। হঠাৎ করে বদলে দেবে আমাকে! তা হবে না। হঠাৎ করে বদলে দেবে পৃথিবী! তা হবে না। যা হবার তাই হবে তবে তাই হোক হে!!! সন্যাসীনি, হে!!! সন্যাসীনি।। হঠাৎ করে পিছু ফেলে চলে যাবে! তা হবে না। হঠাৎ করে কষ্ট দিবে আমাকে ! তা হবে না। হঠাৎ করে […]
Hridoyer Vogoban
ঐ যে দুরে গোধুলি লগ্ন ডাকছে আপন করে; বলেছ আমার কাঁদছো কেন? বোকার মতন করে; এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে কেমন করে আত্মতৃপ্তি ফুলে ফুলময় হবে, কেন কাঁদছ কেন….? নিজের কাছে প্রশ্ন করো আছো তুমি কেমন উত্তর আছে বুকের দেশে তোমার ইচ্ছে মতন। এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে কেমন করে আত্মতৃপ্তি […]
Kede Kede Jabo
এক জীবনে আর কতবার আমি কেঁদে যাব এক জীবনে আর কত বার আমি ব্যাথা পাব। এই জীবনের শেষে আমার মরণ এসে দাঁড়াবে পাশে।। তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।।।। কিছু ব্যথা পাওয়া; কিছু ব্যথা নেয়া কিছু ফিরে পাওয়া; কিছু মনে রাখা এই এক জীবনে; যদিও হয় পুরণ তবুও আমি জানি। তখনও বুঝি আমি কেঁদে কেঁদে যাব।।।। […]
Dukhini Raate
জনপদ এখন ঘুমিয়ে পড়েছে বাতাসে তোমার স্মৃতি আকাশে আমার বেদনা জমেছে যেটুকু লুকিয়ে রাখি দুঃখিনী এই রাতে হায় বিষাদ ছুঁয়েছে আমায় দুঃখিনী এই রাতে হায় বিষাদ ছুঁয়েছে আমায় দুঃখিনী এই রাতে বিষাদ ছুঁয়েছে আমায় পরিত্যক্ত হয়েছে রাজপথ, পূর্ণিমায় আলোকিত নগর; সুখের ছোঁয়ায় ঘুমন্ত সব ব্যথায় ভরা শুধু আমার এ ঘর দুঃখিনী এই রাতে হায় বিষাদ […]