গানের শিরোনামঃ ও ময়না

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ পঞ্চম

অ্যালবামঃ জন্মভূমি

সুরকারঃ পঞ্চম

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৮

ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
খুঁজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?

ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?

ওপারেতে যাইতে হবে, দয়ালেরি ডাকে
ও… সুখের লাগি মাতিস না রে –
ময়নারে তুই পাপে।
হিসাব তোরে দিতে হবে, তারই ইশারাতে।
কারো পূর্ণে যাবে না, জীবনরে তোর হায়।
তারই খেলা বোঝা হায়রে, এত সহজ নয়।

খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?

ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?

ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে ত্বদবিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে ত্বকদিরে?




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole