গানের শিরোনামঃ অভিশাপ দিলে

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

গীতিকারঃ হাসান

সুরকারঃ হাসান

সঙ্গীত/কম্পোজারঃ আর্ক

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৮

হাজারো বছর ধরে চলেছি অন্ধ এক মোহে
ছুটেছি সূর্যের দিকে একনিষ্ট ধূসরতায়
কত বিদ্রোহ করেছি কত রাত কেঁদেছি
কত রক্তের আলপনায় জীবন এঁকেছি
এ কি অভিশাপ নিয়ে

একটি মেয়ে চেয়ে আছে ক্ষুধার জ্বালা নিয়ে
তাকে পয়সা দিতে পারো কিছু আনন্দ নিয়ে
যে নারীর অন্তরে দুমুঠো অন্ন চায়
অপেক্ষায় তার পথ চেয়ে কত পূর্ণিমা কত হায়

চাইনা করুণা চাই সেই হৃদয়
যে হৃদয়ের নেই কোন সংশয়
যদি হাতে হাত ধরে চলি
জানি আমাদের হবেই বিজয়
কেন এ অভিনয় তোমারই দু’চোখে
হৃদয়ের অতলে এত অশ্রু ঝরে যায়
তবু ভাঙ্গো না শিকল সব হারাবার ভয়ে




লিরিক্স জমা দিয়েছেনঃ

ইমরান খান সবুজ

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও