গানের শিরোনামঃ নিঝুম রাত

ব্যান্ড/একক/মিক্সডঃ আর্ক

শিল্পীঃ আশিকুজ্জামান টুলু

অ্যালবামঃ জন্মভূমি

গীতিকারঃ আসিফ ইকবাল

সুরকারঃ সৌমেন্দ্র শংকর দাস

সঙ্গীত/কম্পোজারঃ আশিকুজ্জামান টুলু

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৮

নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত ……

নেইতো চোখে স্বপ্নের সীমানা
এ যেন পাহাড়ি ঝর্না পেলো খোঁজে মোহনা।
চলারই ঠিকানা।
সুখের মেলা শুধু চোখে
জেগেছে বন্যাধারা।
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত ……

মন যে আমার বাঁধন মানেনা
এ যেন বিভোর সুখে হৃদয় আমার
খোঁজে পেলো মোহনা।
সময় আমার হোল আপন
আমি যে আমি হারা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।

নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত ……




লিরিক্স জমা দিয়েছেনঃ

মহসিন আলম

শেয়ার করুন:

গানের অডিও/ভিডিও


Optimized by Optimole