গানের কথা
গানের শিরোনামঃ মৃত্যু আলিজি
ব্যান্ড/একক/মিক্সডঃ ওয়ারফেজ
শিল্পীঃ মিজান
অ্যালবামঃ আলো
সঙ্গীত/কম্পোজারঃ ওয়ারফেজ
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক
প্রকাশ সালঃ ২০০১
এই আকাশ, মুক্ত মাঠ, সাগর, জলরাশি
এক দিন আসি বলে চলে যাবো সেথায়
যেথায় নিঝুম পাইন বন শস্য মাঠ
খেলার পৃথিবী কিছু নেই
শুধু ঘুম আর ঘুম
আআআআ আহাহা আআআ
যখন সূর্যাস্তের ঝিরি ঝিরি নিশি বাতাসে
নৌকাগুলো ফিরে আসে পাল তুলে
তখন আমি জ্বালাবো না সন্ধ্যাপ্রদীপ
পড়ে থাকে ছেলেবেলার বাঁশি
জলছবি সময় পলকে
এই কিছুটা ভেঙে যেতে পারি
আআআআ আহাহা আআআ
এহেহেহে এহেহেহে
লিরিক্স জমা দিয়েছেনঃ