গানের শিরোনামঃ মাঝ রাতের চিঠি

ব্যান্ড/একক/মিক্সডঃ প্রমিথিউস

শিল্পীঃ বিপ্লব

অ্যালবামঃ প্রমিথিউস ২০০০

গীতিকারঃ জুলফিকার রাসেল

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ 2000

প্রতিদিন ভরা মাঝরাতে একটি কাগজ ভিজে যাবে জলে
ভীষন আবেগে লেখা হবে অক্ষর
জানি কোন দিনও পাবো না তার উত্তর
তবুও রাত নেমে এলে প্রতিদিনের মত ভাববো
কাল চিঠিটা হাতে দিয়ে আসবো

চিঠি লেখা রাতের আকাশে
মনে হয় খুব কাছের প্রতিবেশী
হৃদয়কে জানাবার হাজার প্রশ্ন আমার
জানলো নাতো কেউ কতটা কষ্টে আছি




লিরিক্স জমা দিয়েছেনঃ

SUJAN

শেয়ার করুন:

Optimized by Optimole