গানের শিরোনামঃ মা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ এস আই টুটুল

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ সাইফুল সবুজ

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

ওমা ও আমার মা ……..
আমায় নাওনা তোমার আঁচল তলে
পৃথীবির যত সুখ /যত ভালবাসা
সবই তোমার /বাকী মিছে আশা।
মা ও আমার মা ও মা ।।

ছোট্ট বেলায় যখন তুমি
রাখতে মা বুকে চেপে
কতই মধুর লাগতো মাগো
আজও প্রাণে জাগে।।
আমায় নাওনা মাগো
নাওনা তোমার আঁচল তলে
মা ও আমার মা ও মা ।।

আমি নাহয় ভেঙ্গেছি তোমার আশা ভরসা
আমি না হয় তোমার হৃদয়ে ব্যথা দিয়েছি।।
তাই বলে কি তুমি
চলে যাবে আমায় একা ফেলে।
মা ও আমার মা ও মা ।।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole