গানের কথা
গানের শিরোনামঃ কোথাও বাঁশি বাজছিলো
ব্যান্ড/একক/মিক্সডঃ একক অ্যালবাম
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ স্বপ্নবাজি
সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার
প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা
প্রকাশ সালঃ ২০০৫
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
তবু কেন ও বাঁশী উদাসী আমায় ডাকছিলো?
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
আমি তো অচিনপুর তেরো নদী সমুদ্দুর দূরে,
ছিলাম অতল ঘুমো ঘোরে।
ভেবেছি জানবে না লোক, আমাকে ছোঁবে না শোক,
ভেবে নেব কেউ কোথাও রোদ্দুরে হাসছিলো।
আমার ছিল বন্ধ কপাট অন্ধ বাতাস হাসছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
আমি যে গল্পহীন এ হৃদয় বৃষ্টিহীন নদী,
নিজের ভেতরে আড়াল খুঁজি।
ঢাকি মুখ অন্তরালে, কে তবু পিছুটানে?
কে তবু মরন হয়ে আমাকে ডাকছিলো।
আমার ছিল বন্ধ কপাট অন্ধ বাতাস হাসছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
তবু কেন ও বাঁশী উদাসী আমায় ডাকছিলো?
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
কোথাও বাঁশি বাজছিলো হাওয়ারা খুব হাসছিলো
আমার ছিল বন্ধ কপাট অন্ধ চোখে রাত ছিল।
লিরিক্স জমা দিয়েছেনঃ