গানের শিরোনামঃ জীবনের মানে

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ বাপ্পী খান

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

জীবনের মানে আমি পাইনিতো খুঁজে
আমার এই দুচোখে তাই, অভিধান খোঁজে
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই ।।

একদিন দেখা হল সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় আড়ালে ডেকে বলল মনন
ফেলে আশা ক্ষণ ছাড়া সবইতো জীবন ।

একদিন দেখা হল মৃত্যুর সাথে
সেই একই প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় জড়িয়ে ধরে বলেছিল সে
আমি ছাড়া বাখী সব জীবনের মানে ।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole