গানের কথা
গানের শিরোনামঃ হৃদয়ের একলা প্রান্তরে
ব্যান্ড/একক/মিক্সডঃ ফিলিংস
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ জেল থেকে বলছি
গীতিকারঃ জেমস
সঙ্গীত/কম্পোজারঃ জেমস
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯৩
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হাল টানে রে (২বার)
আমার রাতের শয্যা শুধু বিষাদের চাদর
ও কান্না, প্রজাপতি খুশীরা বিবাগী এখন।
বিষণ্ণ বহু বিকেলে ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে (২বার)
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে।
জীবনের এই অ্যালবামে বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো (২বার)
সাদা কালো হয়ে গেছে তোমায় না পেয়ে।
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হাল টানে রে (২বার)
আমার রাতের শয্যা শুধু বিষাদের চাদর
ও কান্না, প্রজাপতি খুশীরা বিবাগী এখন।
লিরিক্স জমা দিয়েছেনঃ