গানের শিরোনামঃ হকার

ব্যান্ড/একক/মিক্সডঃ এল আর বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ এল আর বি-২

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সুরকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু

প্রকাশক কোম্পানিঃ সারগাম

প্রকাশ সালঃ ১৯৯২

পেপার পেপার
পেপার পেপার
পেপার পেপার
পেপার পেপার।
একটি হকার
কেউ নেই তার।।
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার
পেপার পেপার।

দিনের শেষে রাত্রি এলে
ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে।।
একটুও ভাবে না
ভাবতেও চায় না।।
সারাদিন সে বিলি করে কত
নতুন নতুন ঘটনা।
সে শুধু জানে বাঁচতে হবে
বাঁচার তাগিদে তার সব ভাবনা
সকাল হলেই বলে
পেপার পেপার
পেপার পেপার।
কোন একদিন পেপার খুলে
চেয়ে দেখি হকারের ছবি পেপারে।।
সেই হকার যাকে আমি জানি।।
কতোনা খবর সে বিলি করেছিলো
মানুষের জন্য মানুষ হয়ে
সে শুধু জানতো বাঁচতে হবে
সৎ ভাবে আর সৎ উপায়ে
হঠাৎ একটি দানব ট্রাক
কেড়ে নিলো প্রাণ
সেই হকারের
সব চুপচাপ
সব চুপচাপ
আআহ আআহ ওওহো আআহ ওওহো আআহ উউউ।




লিরিক্স জমা দিয়েছেনঃ

আব্দুল্লাহ-আল-মামুন শামীম

শেয়ার করুন:

Optimized by Optimole