গানের কথা
গানের শিরোনামঃ ঘরে লইয়া যাও
ব্যান্ড/একক/মিক্সডঃ মাইলস
শিল্পীঃ হামিন আহমেদ
অ্যালবামঃ প্রত্যাশা
গীতিকারঃ কাউসার আহমেদ চৌধুরী
সুরকারঃ হামিন আহমেদ
সঙ্গীত/কম্পোজারঃ মাইলস
প্রকাশক কোম্পানিঃ সংগীতি
প্রকাশ সালঃ ১৯৯১
ও মাঝি রে… মাঝি রে…
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও
শহর থাইকা ফিরা চল, গায়ে লইয়া যাও রে
আমার ব্যাথা বুঝ কিনা আমি জানি না
কত আশা নিয়া গেলাম আমি ঐ শহরে
আশা ভাইঙ্গা ফিরা চলি ঐ গেরামে
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও……
ও মাঝি রে… মাঝি রে…
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও
কাজ খুইজা ফিরে চলি, চড়ে তোমার নাও রে…
সুজন মাঝি বুঝ কিনা আমি জানি না
কত আশা নিয়া গেলাম আমি ঐ শহরে
আশা ভাইঙ্গা ফিরা চলি ঐ গেরামে
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও……
শহর থাইকা ফিরা চল, গায়ে লইয়া যাও রে
আমার ব্যাথা বুঝ কিনা আমি জানি না
কত আশা নিয়া গেলাম আমি ঐ শহরে
আশা ভাইঙ্গা ফিরা চলি ঐ গেরামে
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও……
কত আশা নিয়া গেলাম আমি ঐ শহরে
আশা ভাইঙ্গা ফিরা চলি ঐ গেরামে
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও……
কত আশা নিয়া গেলাম আমি ঐ শহরে
আশা ভাইঙ্গা ফিরা চলি ঐ গেরামে
ঘরে লইয়া যাও রে, আমায় লইয়া যাও……
লিরিক্স জমা দিয়েছেনঃ